উপজেলা ভূমি অফিস, বদলগাছী , নওগাঁ।
|
|||||
সেবার ধরণ |
সেবা প্রাপ্তির জন্য অনুসরণীয় পদ্ধতি |
প্রয়োজনীয় ফি ওনির্ধারিত নূন্যতম/ সর্বোচ্চ সময়সীমা |
সেবা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী পদবী |
নির্ধারিত সময়ে সেবা না পেলে কি করণীয় |
|
১) নামজারী/ জমা খারিজ/ রেকর্ড সংশোধন
|
অনলাইনে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে ফটোকপিসহ মুল দলিল, প্রযোজ্য ক্ষেত্রে বায়া দলিলের সাটিফাইড কপি বা মুল কপিসহ, ফটোকপি, মৃত ব্যক্তির ত্যক্ত সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশন সনদ ও ওয়ারিশদের মধ্যে বন্টননামা দলিলের মুল/সার্টিফাইড কপি, দেওয়ানী আদালতের আদেশের ক্ষেত্রে জাবেদা নকল ও জমির পূর্ণাঙ্গ তফসিল (মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর ও জমির পরিমাণ ইত্যাদি) দাখিল করতে হবে। এ ছাড়াও আবেদনের সাথে আর এস খতিয়ানের জাবেদা নকল এবং খারিজ খতিয়ানের মূল কপিসহ ফটোকপি দাখিল করতে হবে। |
কোন জটিলতা না থাকলে আবেদন করার ২৮ (আঠাশ) দিনের মধ্যে কার্যক্রম সমাপ্ত করা হয়। নামজারী কেস অনুমোদন হলে ১১০০ (এগার শত) টাকা অনলাইনে পরিশোধ করলে ডিসিআর ও খতিয়ানের কপি অনলাইনে পাওয়া যাবে।
|
সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার, ভিপি সহকারী, সংশ্লিষ্ট জমা সহকারী এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
|
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরবার আপিল করা যাবে।
|
|
২) কৃষি খাস বন্দোবস্ত গ্রহন
|
কৃষি খাস জমি বন্দোবস্তের জন্য নির্ধারিত ফরমে ভূমিহীন সনদসহ আবেদন করতে হবে।
|
প্রতি একর বা তার অংশের জন্য ০১(এক) টাকা। নূন্যতম সময় ০৬(কর্মকর্তাউপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে প্রস্তাব চুড়ান্ত অনুমোদনের জন্য জেলা কমিটিতে প্রেরণ করা হয়। জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসক চুড়ান্ত অনুমোদন প্রদান করেন। |
উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ইউনিযন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিযন পরিষদ চেয়ারম্যান।
|
জেলা প্রশাসক বরাবর আপিল করা যাবে।
|
|
৩) অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা |
একসনা লীজ নবায়নের জন্য আবেদন করতে হবে।
|
লীজি কর্তৃক নির্ধারিত হারে লীজমানি ডিসিআর মারফত পরিশোধ করতে হবে। |
উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশণার (ভূমি)। |
জেলা প্রশাসক আপিল/ আবেদন করা যাবে। |
|
৪) বিবিধ মামলা(মিস কেস) |
কোন অভিযোগ থাকলে সাদা কাগজে সংশ্লিষ্ট কাগজপত্রের কপিসহ আবেদন সহকারী কমিশণার (ভূমি) বরাবর করা যেতে পারে। |
নির্ধারিত কোর্ট ফি, ০১-০৩ মাসের মধ্যে শুনানী ও কাগজপত্র পর্যালোচনান্তে নিষ্পত্তি |
সহকারী কমিশনার (ভূমি) |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আপিল করা যাবে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস